Type Here to Get Search Results !

আগামী ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ  

বিগত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় বাজেট পেশ নিয়ে আলাপ আলোচনা চলছিল। অবশেষে প্রকাশ্যে এল বাজেট পেশের দিনক্ষণ। জানা গিয়েছে, ২০২৫ সালের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে আগামী ৩১শে জানুয়ারি।এবারের বাজেট অধিবেশন দু’টি পর্যায়ে হবে। সরকারের সম্প্রতি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই অধিবেশনের প্রথম পর্ব চলবে ৩১ জানুয়ারি থেকে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ১০ই মার্চ। শেষ হবে আগামী ৪ঠা এপ্রিল। অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু সংসদের দুই কক্ষে ভাষণ দেবেন। ওইদিন সকাল সাড়ে ১১টা’য় লোকসভা ও  রাজ্যসভার কার্যক্রম শুরু হবে। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী ১লা ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। এটি হবে তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট।




AKB TV News

18.01.2025

  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.