Type Here to Get Search Results !

গোটা দেশে সাপে কামড়ানোর ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধি:

বর্তমান সময়ে গোটা দেশে সাপে কামড়ানোর ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট।এবিষয়ে দেশের রাজ্যগুলিকে তৎপর করে কেন্দ্র সরকারকে অবিলম্বে যে কোন ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।এরসঙ্গে সাপের কামড়ে প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করার কথাও জানানো হয়েছে।সম্প্রতি কালে আইনজীবী শৈলেন্দ্রমণি ত্রিপাঠী সাপের কামড়ের ঘটনা বেড়ে যাওয়া নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এস ভি এন ভাট্টি সাপের কামড়ের বাড়-বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এক্ষেত্রে মামলাকারী আইনজীবী সব সরকারি হাসপাতাল, কমিউনিটি হেলথ সেন্টারে সাপের কামড়ের চিকিৎসায় পলি ভেনম ড্রাগের ব্যবহারের দাবি জানান। এবিষয়ে শীর্ষ আদালত জানায়, সাপের কামড়ের চিকিৎসায় জীবনদায়ী অ্যান্টি ভেনম ড্রাগ পর্যাপ্ত পরিমাণে না থাকা হল চিন্তার বিষয়। সেন্ট্রাল কাউন্সিলকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে, ‘রাজ্যগুলির সঙ্গে  এই সমস্যা নিয়ে আলোচনা করা হোক। গোটা দেশেই এই সমস্যা রয়েছে।’ উত্তরপ্রদেশ ও ছত্তিসগড় সরকারের পক্ষ থেকে তাদের বক্তব্য জানানোর জন্য সময় চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে মাসখানেক পর। এদিকে, মামলাকারী আইনজীবী নির্দিষ্ট তথ্য পেশ করে আদালতে জানান, প্রতি বছর গড়ে ১ লক্ষ ৩৮ হাজার মানুষকে সাপে কামড়ায়। এই কামড় প্রাণঘাতী এবং তার দ্রুত চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন। সাপের কামড়ে দেশে গড়ে ৫৮ হাজার মানুষের মৃত্যু হয় বলেও উল্লেখ করেন মামলাকারী। মৃতদের ৯৫ শতাংশ প্রান্তিক গ্রামীণ এলাকার বাসিন্দা। এই তথ্য ২০২০ সাল পর্যন্ত করা সমীক্ষার বলে তিনি উল্লেখ করেন।

 

 

AKB TV News

28.01.2025