নিজস্ব প্রতিনিধি:
উত্তর প্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দুর্ঘটনাকে অত্যন্ত ‘দুঃখজনক’ বলে আখ্যা দিয়ে বুধবার এক্স হ্যান্ডেলে এল প্রধানমন্ত্রীর বিবৃতি। বিবৃতিতে প্রধানমন্ত্রী জানালেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেছেন তিনি। প্রশাসনের তরফে পুণ্যার্থীদের সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে বলেও বার্তা দেন প্রধানমন্ত্রী।মৌনী অমাবস্যার ‘অমৃতস্নান’ উপলক্ষে মঙ্গলবার রাত আনুমানিক দুটো নাগাদ ভয়াবহ দুর্ঘটনা ঘটে মহাকুম্ভে। স্নানের জন্য ঘাটে ভিড় জমিয়েছিলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। সেখানেই ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। যার জেরে পদপিষ্ট হন বহু মানুষ। কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে বুধবার সকালেই বেশ কয়েকবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে খোঁজ নেন প্রধানমন্ত্রী।পাশাপাশি সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন।
29.01.2025