নিজস্ব প্রতিনিধি:
একটি মিষ্টি দোকানের কারখানায় কর্মরত এক কর্মীর মাথায় আঘাত লেগে রহস্যজনকভাবে মৃত্যু হয় মঙ্গলবার। মৃতের ছেলের অভিযোগ, তাঁর বাবাকে খুন করা হয়েছে। জানা গেছে, কিছুদিন পূর্বে ওই কারখানায় কর্মরত এক ব্যক্তির সাথে তাঁর বাবার ঝগড়া হয়েছিল। তারপরই তার বাবার মাথায় আঘাত লাগে। জানা গেছে, বাধারঘাটস্থিত মিষ্টি কারখানায় দীর্ঘদিন ২০ বছর ধরে কর্মরত ছিলেন জীবন ঘোষ নামে এক ব্যক্তি। তাঁর বাড়ি বিশালগড়ে। গত ১৫ই জানুয়ারি পরিবারের সদস্যদের কাছে খবর আসে জীবন ঘোষের মাথায় আঘাত লেগেছে। তাকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এরপর মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে সবচেয়ে অবাক করার বিষয় হল ২০ বছরের পুরনো কর্মচারী গত ১৫ই জানুয়ারি থেকে জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও মঙ্গলবার মৃত্যুর আগ পর্যন্ত একবারও দেখতে যাননি দোকান মালিক। এক টাকা পর্যন্ত দেননি। অথচ তার কারখানা থেকে রক্তাক্ত অবস্থায় জীবন ঘোষকে হাসপাতালে নেওয়া হয়েছিল। মৃতের ছেলের দাবি বাবাকে খুন করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে মৃতের ছেলে ও তার পরিবার।
AKB TV News
28.01.2025