জাতীয় ভোটার দিবসে ২৯ জন নতুন ভোটারের হাতে ভোটার আই ডি কার্ড তুলে দিলেন রাজ্যপাল ।। AKB TV News

আরশি কথা


 

নিজস্ব প্রতিনিধিঃ

২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। এবছর ১৫তম ভোটার দিবস। ভারত প্রজাতন্ত্র হওয়ার একদিন আগে ২৫শে জানুয়ারী দেশের নির্বাচন কমিশন প্রতিষ্ঠার স্মরণে ২০১১ সাল থেকে প্রতি বছর ২৫শে জানুয়ারী দিনটি পালিত হয় ভোটারদের সচেতনতা প্রচার করা,তাদেরকে অংশ গ্রহণে অনুপ্রাণিত করা এবং নতুন ভোটারদের সম্মান জানানোর লক্ষ্যে এই দিনটি পালন করা হয়। এদিন এই উপলক্ষে রাজভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, সেক্রেটারি উত্তম কুমার চাকমা এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা।অনুষ্ঠানে প্রায় ২৯ জন নতুন ভোটারের হাতে ভোটার আইডি কার্ড তুলে দেন রাজ্যপাল।

 


AKB TV News

25.01.2025


3/related/default