Type Here to Get Search Results !

শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দিরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান "উড়ান " ঃ আরশিকথা ত্রিপুরা

বিশেষ প্রতিনিধি, আগরতলা,আরশিকথাঃ


নতুন বছরের শুরুতে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শক শ্রোতাদের মন মাতালো "উড়ান"(The Flight of Success)।

গত ১৭ই জানুয়ারি ২০২৫ইং আগরতলার পটুনগরস্থিত শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দিরের "উড়ান " শীর্ষক বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বড়জলা নির্বাচনী এলাকার বিধায়ক সুদীপ সরকার। এছাড়াও ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতি ও আর.ডি.ব্লক পশ্চিম ত্রিপুরার ভাইস চেয়ারম্যান ঝুটন দাস, ত্রিপুরা ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা, আই.সি.এ. ডিরেক্টর বিম্বিসার ভট্টাচার্য এবং সুভাষ দত্ত এস. ডি. এম (মোহনপুর)। 

অনুষ্ঠানের শুভারম্ভ হয় সকাল ৯টা থেকে। প্রথমে প্রাক্-প্রাথমিক, প্রাথমিক এবং পরে মাধ্যমিক বিভাগ ও উচ্চমাধ্যমিক বিভাগ।

বিদ্যা মন্দিরের চিরাচরিত প্রার্থনার পরেই বৈদিক মণ্ত্রোচ্চারন ও মঙ্গল দীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। কচিকাঁচাদের বর্ণালী পরিবেশনা  মন কাড়ে হলভর্তি দর্শকের। 



অনুষ্ঠানে স্বাগত ভাষণ ও বার্ষিক বিবৃতি উপস্থাপন করেন বিদ্যা মন্দিরের অধ্যক্ষা বীণা দেবী হরিজন। বিদ্যা মন্দিরের চিরন্তন প্রথানুযায়ী মঞ্চে বৈদিক মণ্ত্রোচ্চারনের মাধ্যমে চন্দন টীকা, পুষ্পার্ঘ্য, উত্তরীয় ও স্মারক দিয়ে অভিনন্দন জানানো হয় সমস্ত আমন্ত্রিত অতিথিদের।


অনুষ্ঠানে উন্মোচিত হয় বিদ্যা মন্দিরের বার্ষিক স্মরণিকা "সোহম"। উক্ত অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিদের সাথে বিদ্যালয় কোর কমিটির সদস্য/সদস্যা গণ। 

প্রসঙ্গত উল্লেখ্য,সম্প্রতি ভারত বিকাশ পর্ষদ আয়োজিত  আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার নৃত্য বিভাগের জাতীয় স্তরে স্বর্ণপদক প্রাপ্ত বিদ্যা মন্দিরের প্রতিভাময় ছাত্র নবরূপ ভট্টাচার্য ও ব্যাঙ্গালোরুতে সদ্যসমাপ্ত শিশির উৎসবের ক্রীড়া প্রতিযোগিতার অ্যাথলেটিক বিভাগে বিজয়ী  ছাত্র ছাত্রী যথাক্রমে দীপাঞ্জন দাস,নীলেশ দাস, প্রতীক দত্ত, অহনা পট্টনায়েক ও গীতরাজ সিংহ প্রভৃতি প্রতিভাকে বিভিন্ন উপহার সহযোগে অভিনন্দন জানানো হয় উক্ত অনুষ্ঠানে।





মন মাতানো এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ ভাবে অনুভূত হয় বিদ্যা মন্দিরের প্রতিভাময় ছাত্র -ছাত্রীদের আন্তরিক নিষ্ঠা, পারদর্শিতা ও উৎসাহের এক উজ্জ্বল উপস্থিতি। 


সর্বোপরি, বর্তমানের প্রগতিশীল জীবন ধারার সাথে বৈচিত্র্যময় ভারতীয় সাংস্কৃতিক অগ্রগতির  মেলবন্ধনের অনুষ্ঠান "উড়ান" ভবিষ্যতের সুনীল আকাশ ওড়ার প্রতিশ্রুতির সাথে সমস্ত সহযোগীদের ধন্যবাদ জানিয়ে তার সমাপ্তি ঘোষণা করে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৮ই জানুয়ারি ২০২৫

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.