নিজস্ব প্রতিনিধিঃ
একটি মামলায় তাৎপর্যপূর্ণ
পর্যবেক্ষণ বম্বে হাই কোর্টের। লাউড স্পিকার লাগানো কোনও
ধর্মেরই অপরিহার্য নয়। লাউড স্পিকার লাগানোর অনুমতি না দেওয়ার অর্থ নাগরিক অধিকার খর্ব
করাও নয়। অতি সম্প্রতি মসজিদে মাইক বন্ধের দাবিতে দায়ের হওয়া এক মামলায় তাৎপর্যপূর্ণ
এই পর্যবেক্ষণ বম্বে হাই কোর্টের।তবে একই সঙ্গে হাই কোর্ট
জানিয়েছে, এই সিদ্ধান্ত সব ধর্মের ক্ষেত্রেই
প্রযোজ্য। আদালতের এই বক্তব্যকে যেন কারও বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর কাজে ব্যবহার না করা
হয়। মুম্বইয়ের কুরলার দুটি আবাসনের নাগরিক কমিটির দায়ের করা এক মামলায় তাৎপর্যপূর্ণ
ওই পর্যবেক্ষণ আদালতের।
AKB TV News
24.01.2025