নিজস্ব প্রতিনিধিঃ
নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে ১৬তম শিশু মেলা উপলক্ষ্যে শুক্রবার
এক অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন আয়োজিত রক্তদান শিবিরে
উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, স্থানীয় কাউন্সিলর সম্পা সরকার
চৌধুরী, মন্ডল সভাপতি শ্যামল সরকার ও ক্লাব সেক্রেটারি দেবদাস বক্সী সহ অন্যান্যরা।অনুষ্ঠানে
মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আমরা চাই মানুষ খুশিতে থাকুক। আইনের শাসন থাকবে। কোন
সমস্যা হলে আমাদের কাছে আসবে। আমি অনেক সময় টিভিতে দেখি কোন জায়গায় সমস্যা হচ্ছে। তখন
টিভি দেখে আমি আধিকারিকদের এই সমস্যা সমাধানের জন্য অবগত করি বলে তিনি জানান। এদিন
রক্তদান শিবিরে রেকর্ড সংখ্যক মহিলারা রক্তদান করেন।
AKB TV News
24.01.2025