নিজস্ব প্রতিনিধি:
প্রায় ৯৭ কোটি ৭০ লক্ষ টাকা আমাদেরকে প্রদান করা হয়েছে একান্ন শক্তিপিঠ
তৈরি করার জন্য বিলোনিয়ার বন দুয়ারে। আগামী দু’-তিন দিনের মধ্যে টেন্ডার বের করা হবে।তারপর
আমাদের মাতা ত্রিপুরা সুন্দরি মন্দির প্রসাদ স্কিমে নতুন ভাবে যাত্রা শুরু করবে। এই
গুলোকে নিয়ে রাজ্যের দক্ষিন জেলার পর গোমতী জেলাতে একটি সার্কিট তৈরি করব আমরা। এমনিতে
প্রতিটি জেলায় সার্কিট বেসিস করে আগামিদিনে
পর্যটনকে এগিয়ে নিয়ে যাব। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এভাবেই রাজ্যের বিভিন্ন
টুরিস্ট স্পট উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে প্রতিক্রিয়া
ব্যক্ত করলেন রাজ্যের পর্যটন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
AKB TV News
16.02.2025

