নিজস্ব প্রতিনিধি:
সিবিএসই’র নয়া পদক্ষেপ। পড়ুয়াদের উপর চাপ
কমাতে এবার অভিনব পদক্ষেপ নিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে
সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা দু’বার নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের পাশাপাশি
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিবিএসই-র ২৬০টি স্কুলে লাগু হবে এই নয়া নিয়ম।এবিষয়ে চূড়ান্ত
সিদ্ধান্ত নিতে সম্প্রতি বৈঠকে বসেছিল কেন্দ্র। যেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র
প্রধানের পাশাপাশি উপস্থিত ছিলেন সিবিএসই বোর্ডের কর্মকর্তারা।পাশাপাশি উপস্থিত ছিলেন
এনসিইআরটি, কেভিএস ও এনভিএস-এর সদস্যরা।সেখানেই এই সংক্রান্ত ড্রাফট প্রস্তুত করা হয়।
আগামী সোমবার তা জনসমক্ষে আনা হবে বলে জানা গেছে।
AKB TV News
19.02.2025