নিজস্ব প্রতিনিধি:
বুধবার ছত্রপতি শিবাজি মহারাজকে তাঁর ৩৯৫তম জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন,"আমি ছত্রপতি শিবাজী মহারাজকে তাঁর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানাই। তাঁর বীরত্ব এবং দূরদর্শী নেতৃত্ব স্বরাজের ভিত্তি স্থাপন করেছিল, সাহস ও ন্যায়ের মূল্যবোধকে সমুন্নত রাখতে প্রজন্মকে অনুপ্রাণিত করে। তিনি আমাদেরকে একটি শক্তিশালী, আত্ম নির্ভরশীল এবং সমৃদ্ধ ভারত গড়তে অনুপ্রাণিত করেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শিবাজি মহারাজের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
AKB TV News
19.02.2025