নিজস্ব প্রতিনিধি:
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিপুরা রাজ্যের জন্য কেন্দ্রের তরফে অতিরিক্ত ২৮৮.৯৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বুধবার সামাজিক মাধ্যমে আপামর ত্রিপুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। তিনি সামাজিক মাধ্যমে এদিন লেখেন, গত আগস্ট মাসে রাজ্যে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় এনডিআরএফ-এর অধীনে ত্রিপুরার জন্য অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা হিসেবে ২৮৮.৯৩ কোটি টাকা অনুমোদিত হয়েছে।
AKB TV News
19.02.2025