নিজস্ব প্রতিনিধি:
শুক্রবার রাতে বিশালগড় থানাধীন দীনদয়াল চৌমুহনি এলাকায় জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত অচিন্ত দাস ও তার মা আলপনা দাসকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে যান ডিআইজি মনচাক ইপ্পার। এই ঘটনায় স্তম্ভিত সকলে। বিশালগড় থানাধীন দীনদয়াল চৌমুহনি এলাকার বাসিন্দা বিপুল দাসের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয় তার ভাতিজা অচিন্ত দাসের।এই ঝামেলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে দু'জনের মধ্যে মারপিটও হয়। তখন বিপুল দাসকে বাঁচাতে যান তার দুই ছেলে এবং স্ত্রী। এই সময় তাদের উপরও আক্রমণ করেন ক্ষুব্ধ অচিন্ত দাস। পরবর্তী সময়ে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় চারজনকে ফায়ার সার্ভিস কর্মীরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বিপুল দাসকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এদিকে, আশঙ্কাজনক অবস্থায় বিপুলের স্ত্রী সীমা দাসকে জিবি হাসপাতালে আনা হলে কিছু সময় পর তার মৃত্যু হয়। ঘটনায় মৃত দম্পতির দুই ছেলের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ঘটনার পর অভিযুক্তের বাড়ি ও গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। এদিকে, শনিবার অভিযুক্ত ভাতিজা অচিন্ত দাস ও তার মা আলপনা দাসকে আটক করেছে পুলিশ। এদেরকে এখন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
AKB TV News
01.02.2025