নিজস্ব প্রতিনিধি:
শিক্ষা সংক্রান্ত বিষয়ে দিল্লির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথনের সময় দিল্লির আম আদমি পার্টির সরকারকেও একই সঙ্গে নিশানা করেন প্রধানমন্ত্রী। দিল্লি সরকার কীভাবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করেছে এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদী উদ্বেগ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমি দিল্লিতে শুনেছি, তাঁরা (এএপি সরকার) নবম শ্রেণির পরে বাচ্চাদের উঁচু ক্লাসে যেতে দেয় না। শুধুমাত্র সেই ছেলে-মেয়েদের যেতে দেওয়া হয়, যাদের পাস করার নিশ্চয়তা রয়েছে। কারণ তাদের ফলাফল খারাপ হলে তাদের সরকারের সুনাম নষ্ট হবে, সেই কারণে খুব অসৎ কাজ করা হয়।”
AKB TV News
03.02.2025