Type Here to Get Search Results !

আন্তর্জাতিক নারী দিবসে নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট দেশের অনুপ্রেরণাদায়ক নারীদের হাতে সঁপে দেবেন।। 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধি: 

প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন ও পরামর্শ দেন। রবিবার ছিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। এদিন নরেন্দ্র মোদি বলেন, ভারতীয় সংস্কৃতির গভীরে প্রোথিত  রয়েছে নারীর প্রতি সম্মান। ভারতের স্বাধীনতা সংগ্রাম বা সংবিধান রচনার ক্ষেত্রে নারীর ভূমিকা অনস্বীকার্য বলে দাবি করেন তিনি। আর তাই আসন্ন জাতীয় নারী দিবসে একটি বিশেষ উদ্যোগ নেবেন তিনি। আগামী ৮ই মার্চ নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট তথা এক্স হ্যান্ডল ও ইনস্টাগ্রাম দেশের নারীদের দেবেন তিনি। এখানে তাঁরা তাঁদের কাজ ও অভিজ্ঞতার স্মৃতিচারণ করবেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট দেশের অনুপ্রেরণাদায়ক নারীদের জন্য এক মঞ্চ হয়ে উঠবে ওই দিন। রবিবার ভারত-পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হয় দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির  সেই ম্যাচের প্রসঙ্গও উঠে আসে নরেন্দ্র মোদির মুখে। তিনি বলেন, ”ভারতকে গ্রাস করছে ক্রিকেট জ্বর। অথচ আমরা মহাকাশে শতরান করেছি।” তার ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইসরোর শততম সফল রকেট উৎক্ষেপণের কথা। তাঁর মতে, এই পরিসংখ্যান প্রমাণ করে দেয় ভারত মহাকাশ বিজ্ঞানের সীমানাকে আরও প্রসারিত করতে চায়। সামনেই জাতীয় বিজ্ঞান দিবস। সেকথার উল্লেখ করে প্রধানমন্ত্রী তুলে ধরেন ‘একদিনের বিজ্ঞানী’র আইডিয়ার কথা। সকলকে একদিনের জন্য বিজ্ঞানী হয়ে বিভিন্ন ল্যাব, তারা মণ্ডল বা স্পেস সেন্টারে যেতে উৎসাহ দেন তিনি।”মহাকাশ এবং বিজ্ঞানের মত, আরও একটি ক্ষেত্র রয়েছে যেখানে ভারত দ্রুত তার শক্তিশালী পরিচয় তৈরি করছে। এই ক্ষেত্রটি হল AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। সম্প্রতি, আমি একটি বড় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে যোগ দিতে প্যারিসে গিয়েছিলাম। সেখানে দেখেছি বিশ্ব এই ক্ষেত্রে ভারতের অগ্রগতির প্রশংসা করেছে। আমাদের দেশের মানুষ আজ বিভিন্ন উপায়ে এ আই ব্যবহার করছে, তার উদাহরণও আমরা দেখতে পাচ্ছি বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।”




AKB TV News

23.02.2025  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.