আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দায়েরকৃত জনস্বার্থ মামলা শুনল না শীর্ষ আদালত ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি:

    অতি সম্প্রতি উত্তর প্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দায়ের কৃত জনস্বার্থ মামলা শুনল না দেশের শীর্ষ আদালত। মহাকুম্ভে যা ঘটেছে তা ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে সোমবার মন্তব্য করলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। একইসঙ্গে মামলাকারীর আইনজীবীকে পরামর্শ দিলেন এলাহাবাদ হাইকোর্টে এই মামলার আবেদন করার জন্য। সোমবার দেশের শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পিবি সঞ্জয় কুমারের বেঞ্চে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দায়ের কৃত জনস্বার্থ মামলার শুনানি ছিল। সেখানে মহাকুম্ভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ‘যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু এই মামলায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। এই ইস্যুতে আপনাদের এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হওয়া উচিত।’ সুপ্রিম কোর্টে মামলাকারীর আবেদন ছিল, প্রয়াগরাজে সমস্ত রাজ্যের নিজস্ব সেন্টার স্থাপন করার নির্দেশ দেওয়া হোক যাতে, নিজ রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সঠিক বার্তা দেওয়া যায়।তাছাড়া, মহাকুম্ভে বিভিন্ন ভাষায় ঘোষণা করা হোক এবং যে সব বোর্ড লাগানো হয়েছে তা একাধিক ভাষায় লাগানো হোক। যাতে ভিন রাজ্য থেকে এখানে আসা মানুষরা সেই বার্তা পড়তে ও বুঝতে পারেন। পাশাপাশি সব রাজ্য যোগী সরকারের সহযোগিতায় নিজ নিজ রাজ্য থেকে একটি করে  ছোট মেডিক্যাল টিম এখানে কুম্ভে পাঠাক। যেখানে চিকিৎসকের পাশাপাশি নার্সরাও যেন থাকেন। যাতে জরুরি অবস্থায় চিকিৎসা কর্মীর অভাব না ঘটে। অপরদিকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল  শীর্ষ আদালত যেন এই দুর্ঘটনার বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে রিপোর্ট তলব করে। যাদের গাফিলতিতে এই ঘটনা তাঁদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হোক।প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তর প্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ।



    AKB TV News

    03.02.2025 

    3/related/default