সারা রাজ্যে উৎসবের মেজাজে পালিত হল মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ-উল-ফিতর উৎসব ll AKB TV News ll

আরশি কথা


 নিজস্ব প্রতিনিধি,

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবের মেজাজে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে সোমবার ত্রিপুরায় উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান উৎসব ঈদ-উল-ফিতর। এদিন সকালে রাজধানীর গেদু মিয়া মসজিদে নামাজ পাঠ করেন মুসলিম ধর্মাবলম্বীরা। এদিন যথাযোগ্য মর্যাদায় গোটা রাজ্যেও পালিত ঈদ-উল-ফিতর। এদিন মুসলিম ধর্মাবলম্বীরা আলিঙ্গনের মধ্য দিয়ে একে অপরের সঙ্গে ভাব বিনিময় করেন। আগরতলায় গেদু মিয়া মসজিদে নামাজ পাঠ করেন মুসলিম ধর্মাবলম্বীরা। এদিন নামাজ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের নেতৃত্বরা।এদিন গেঁদু মিঞা মসজিদের ইমাম মৌলানা আব্দুর রহমান সবাইকে নামাজ আদাহ করেন। তিনি বলেন, একমাস ব্যাপী রমজান শেষে সোমবার পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতর। রাজ্যের ও বহিরাজ্যের সমস্ত মুসলিম ভাই ও বোনদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।


Akb tv news 

31.03.2025



3/related/default