Type Here to Get Search Results !

আলোর ছটায় নারী ।। ডাঃ শ্যামোৎপল বিশ্বাস ।। ত্রিপুরা

আলোর ছটায় নারী

---------------------------


নারী জন্ম নেয় পৃথিবীতে, এক কষ্টের ছায়া হয়ে,

শুরুর দিন থেকেই বয়ে চলে দুর্ভোগের ভার।

হাসি-খুশিতে নয়, তার চোখে থাকে এক রাত্রির অন্ধকার,

মায়ের গর্ভে থেকেই শুনতে থাকে জীবনযুদ্ধের কষ্টের গুঞ্জন।


কিন্তু কষ্ট তো থামে না, জীবন চলতে থাকে একরাশ ভারী বোঝা নিয়ে,

প্রথমে স্নেহের সাগরে ভাসে, পরে সেই স্নেহই শৃঙ্খল হয়ে যায়।

স্বামী, সন্তান, পরিবারের জন্য সে নিরব থাকে,

তার সুখ-দুঃখ সবটাই মুছে যায়, শুধু কর্তব্যের চোখে চেয়ে থাকে।


স্বামীকে চিরকাল সঙ্গী করে, তার স্বপ্নগুলো ভেঙে দেয়,

সন্তানকে ভালো রাখার জন্য নিজেকে ভুলে যায়।

কিন্তু এই ত্যাগের মাঝেও কোথাও তার কোনো প্রতিফলন নেই,

সে শুধুই 'দায়িত্ব' হয়ে থাকে, 'নারী' হয়ে থাকে নির্বিকার।


কখনো স্বপ্নের খোঁজে, কখনো নিঃশব্দে হেঁটে যায়,

সমাজের চোখে, তার ত্যাগ অমূল্য, অথচ তাকে দেখা হয় না।

নারী, তোমার জীবন কি শুধুই কর্তব্যের শৃঙ্খলা?

তোমার কষ্ট, তোমার আবেগ, সবই তো হারিয়ে যায় নিঃশেষে, একা।


তবুও তুমি থামো না, রক্তের শিরায় বয়ে যাওয়া সাহস নিয়ে,

একদিন না একদিন তোমার এই নিরব সংগ্রাম পাবে প্রতিফলন,

তোমার এই ইতিহাস একদিন স্বীকৃতি পাবে,

তোমার অধিকার, তোমার মর্যাদা, একদিন পৃথিবী জানবে।


তবুও, তুমি চুপ করে পার হয়ে যাও,

বিশ্বের বুকে লেখা তোমার গল্প, কিন্তু কারো চোখে পড়ে না।

তুমি সব কিছু দেবার পরও নিঃস্ব, নিঃসঙ্গ,

তবুও তুমি অবিরাম চল, তোমার অদৃশ্য শক্তি নিয়ে।



জন্মের প্রথম শ্বাস, নিঃশব্দে কাঁপে,

একটি ছোট্ট হৃদয়, ভয়, কষ্টে আর চাপে।

পৃথিবীর আলোয় তার প্রথম পা,

দুঃখের মাঝে তবু জন্ম নেয় তার আশা।


শুধু শরীর নয়, আত্মাও বয়ে নেয় এক গূঢ় ব্যথা,

অচেনা দুর্বোধ্য এক যন্ত্রণার ভেতর দিয়ে সে চলে,

যতই আঘাত আসুক, প্রতিটি মুহূর্তে,

তার আত্মা খুঁজে পায় এক অদৃশ্য শক্তির কথা।


সমাজের চোখে তাকে শুধু নারী বলা হয়,

মুখে হাসি, কিন্তু অন্তরে কত বিষণ্নতা থাকে, তাই নারী মহীয়সী

প্রতিটি পদক্ষেপে, প্রতিটি চিন্তায় নারী,

সে বোঝে, কষ্ট তার পথের সহচরী।


কিন্তু আধ্যাত্মিকতার গভীরে, এক নীরব চিত্র,

যেখানে কষ্ট শুধুই এক শিক্ষা,

মানবতার সত্যের দিকে তাঁকে এগিয়ে নিয়ে যায়,

প্রতিটি ব্যথায়, প্রতিটি অসীম দুঃখে,

সে পায় তার অন্তরের প্রকৃত মুক্তির পরিচয়।


নারী, তুমি তো মহাকাশের অমৃত,

তোমার কষ্ট কখনো শেষ হয় না,

কিন্তু তা তোমাকে শক্তিশালী করে তোলে,

তোমার প্রতিটি যন্ত্রণায়, তোমার আত্মা খুঁজে পায়

এক অপরিসীম শান্তির অন্তর্নিহিত রহস্য।


তোমার কষ্ট আর তোমার সংগ্রাম—

একটাই সত্যের দিকে পথচলা,

তুমি, নারী, তুমি আধ্যাত্মিকতার প্রতিচ্ছবি,

যতই কষ্ট আসুক, তুমি কখনো হারো না।


শক্তির এই রূপে তুমি জেগে ওঠো, 

দুর্গা, মহাশক্তি, কালী কালো

সমাজের সব বাধা ভাঙো,

আর

আর

ভেঙ্গে বেরিয়ে আসো তুমি সেই, চিরকালীন আধ্যাত্মিক আলো,

তোমার কষ্ট আর তোমার দ্যুতি,একসাথে এক চিরন্তন শিখা জ্বালো।


- ডাঃ শ্যামোৎপল বিশ্বাস, ত্রিপুরা


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট


আরশিকথা সাহিত্য বিভাগ

৮ই মার্চ, ২০২৫


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.