আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নীরবতা ।। কবিতা ।। শিবাঙ্গী সেন ।। ত্রিপুরা ।। আরশিকথা সাহিত্য

    আরশি কথা

    নীরবতা......।।


    নীরবতা ছড়িয়ে পড়ে,

    ভেতর থেকে বাইরেটা হারিয়ে যায়,

    একটি শ্বাসের মাঝে,

    হাজার শব্দ থেমে যায়।


    অদৃশ্য এক গান গেয়ে যায়,

    মনের গভীরে ঝংকার,

    নীরবতায় ভাসে স্মৃতি,

    শুধু নিঃশ্বাসে বয়ে যায়।


    চুপ থেকে কিছু বলার নেই,

    মৌনতা কথা বলে,

    চাহিদা, একাকীত্ব, প্রেম,

    সবকিছুই তা বোঝায়।


    কিন্তু নীরবতার অন্তরালে,

    আছে সুরেলা এক জোছনা,

    যে আলোয় জীবন গড়ে,

    অথচ মুখে তা দেখা যায় না।


    -শিবাঙ্গী সেন

    নবম শ্রেণি 

    ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট


    আরশিকথা সাহিত্য বিভাগ

    ২৮ মার্চ, ২০২৫  

     


    3/related/default