ভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল লেহ ও লাদাখ ।। জনমনে আতঙ্ক ।। AKB TV News

আরশি কথা


 


 নিজস্ব প্রতিনিধি,

ফের ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের লেহ ও লাদাখ। সোমবার ভোরে কেঁপে উঠে লে, লাদাখের মাটি। জানা যায়, কম্পন অনুভূত হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৬। ইতিমধ্যে জাতীয় ভূমিকম্প কেন্দ্রের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ   করে জানানো হয়েছে, এদিন ভোর ৪টা বেজে ৫৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্প  অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষজন ঘর ছেড়ে বেরিয়ে আসেন রাস্তায়। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৪ই মার্চ কেঁপে উঠেছিল লে লাদাখ থেকে শুরু করে কার্গিল। এদিন গভীর রাতে অনুভূত হয়েছিল কম্পন। আর এবার কম্পন অনুভূত হল লে লাদাখের উত্তর অংশ।


Akb tv news 

24.03.2025


3/related/default