নিজস্ব প্রতিনিধি:
মঙ্গলবার সংসদ ভবনে সদ্য সমাপ্ত মহাকুম্ভ
মেলার প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি জানালেন, ‘গোটা বিশ্ব
মহাকুম্ভের মাধ্যমে ভারতের বিশাল স্বরূপ দর্শন করেছে। মহাকুম্ভ থেকে একতার অমৃত পেয়েছি
আমরা।’প্রধানমন্ত্রী জানান, বৈচিত্রের মধ্যে ঐক্য, ভারতের এই চেতনার উজ্জ্বল প্রতিফলন
দেখা গিয়েছে মহাকুম্ভে।মঙ্গলবার সংসদে মহাকুম্ভের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এই
প্রবিত্র উৎসবের সাফল্য ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। যাঁদের জন্য মহাকুম্ভের মত বিরাট
আয়োজন সফল হয়েছে সেই সকল কর্মী, পুণ্যার্থী ও উত্তরপ্রদেশের আম জনতাকে ধন্যবাদ জানিয়ে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “ভগীরথ যেমন বহু চেষ্টার পর মা গঙ্গাকে মর্তে এনেছিলেন,
মহাকুম্ভকে সাফল্য মণ্ডিত করতে সেই একই চেষ্টা আমরা দেখেছি উত্তর প্রদেশের প্রয়াগরাজে।
এই উৎসব আমাদের দেশাত্ববোধক চেতনাকে জাগিয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী।
AKB TV News
18.03.2025