নিজস্ব প্রতিনিধি:
এই প্রথমবার রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রিত পশ্চিম বাংলার সাংসদরা। আগামী শুক্রবার প্রভাতী চা চক্রে বাংলার ৪২ জন সাংসদকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এমনটাই সূত্রের খবর। ওইদিন সকাল সাড়ে ৯টা নাগাদ রাইসিনা হিলসে চা চক্র হবে। তাতে তৃণমূলের ২৯, বিজেপির ১২ ও কংগ্রেসের একজন সাংসদ ডাক পেয়েছেন বলে খবর। সেই ডাকে সাড়া দিয়ে শুক্রবার সকালে সাংসদরা রাইসিনা হিলসের চা চক্রে থাকবেন। যদিও এখনও পর্যন্ত এনিয়ে কোনও দল কোনও প্রতিক্রিয়া দেয়নি। প্রসঙ্গত, রাষ্ট্রপতি ভবনে বিভিন্ন সময়ে নানা রাজ্যের সাংসদরা আমন্ত্রিত হয়ে থাকেন। সাধারণত প্রভাতী বা সান্ধ্য চা চক্রে তাঁদের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। এবার সেই তালিকায় স্থান পেয়েছেন পশ্চিম বাংলার সাংসদরা। উল্লেখ্য, দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম পশ্চিম বাংলার ৪২ সাংসদ নিমন্ত্রণ পেলেন রাইসিনা হিলসে।
18.03.2025