আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গোধরা কাণ্ডের পরবর্তী হিংসায় অভিযুক্ত ছয়জনকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    গোধরা কাণ্ডের পরবর্তী হিংসায় অভিযুক্ত ছয়জনকে সোমবার মুক্তি দিল দেশের সুপ্রিম কোর্ট। এব্যাপারে বিচারপতি পি এস নরসিংহ ও বিচারপতি মনোজ মিশ্রের অভিমত, অপরাধ স্থলের আশেপাশে থাকার কারণে অপরাধ প্রমাণিত হয় না। বিশেষত যেখানে দাঙ্গা হচ্ছে, সেখানে সাধারণ মানুষও আটকে গিয়ে ষড়যন্ত্রকারী হিসেবে ধরা পড়তে পারেন। শীর্ষ আদালত আরও বলেছে, এমন প্রেক্ষাপটে সাক্ষীদের বয়ান অত্যন্ত সতর্কতার সঙ্গে খতিয়ে দেখতে হবে। নির্দিষ্টভাবে অভিযুক্তকে চিহ্নিত করতে পারার পাশাপাশি যদি ঘটনায় অভিযুক্তের ভূমিকা সাক্ষী  বলতে না পারেন, সেখানে অভিযোগ দাঁড়ায় না। সেক্ষেত্রে আদালতকে দেখতে হবে, পরিস্থিতির ফেরে আটকে যাওয়া কোনও নিরাপরাধ যেন এমন ঘটনায় সাজা না পান। প্রসঙ্গত, ২০০২ সালের ফেব্রুয়ারিতে গোধরায় ৫২ জন কর সেবককে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনার পরিপ্রেক্ষিতে গুজরাটের ভাদোদ গ্রামে হওয়া হিংসার পরিপ্রেক্ষিতে ওই ছয়জন সহ ১৯ জনকে অভিযুক্ত করা হয়। কিন্তু ২০০৫ সালে নিম্ন আদালত অভিযুক্তদের মুক্তি দেয়। যদিও ২০১৬ সালের গুজরাট হাইকোর্ট সেই রায় আংশিক বদল করে। ১২ জনকে মুক্তি দিলেও এই ছয়জনকে সাজা দেয়। সেই রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার পর একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।



    Akb tv news 

    24.03.2025

    3/related/default