আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শীর্ষ আদালতের নির্দেশ মেনেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের কাজ শুরু করা হবে।। জাতীয় নির্বাচন কমিশন।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি: 

    বহু তৎপরতার পর অবশেষে দেশের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের কাজ শুরু করা হবে। অতি সম্প্রতি দেশজুড়ে ‘ভূতুড়ে ভোটার কার্ড’, ‘আধার কার্ড ক্লোনিং’-সহ নানা বিতর্কের মধ্যেই মঙ্গলবার নতুন মুখ্য নির্বাচন কমিশনারের উদ্যোগে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। একইসঙ্গে বলা হল, কোন পথে এই দুই কার্ডের সংযুক্তিকরণ করা যায়, তা ঠিক করতে কারিগরি বিশেষজ্ঞ সহ অন্যান্যদের সঙ্গেও দ্রুত বৈঠক শুরু করা হবে। তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে বহু। সুপ্রিম কোর্টের নির্দেশেই জনকল্যাণমূলক প্রকল্প ও প্যান কার্ড ছাড়া কোনও ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। এদিকে, জনপ্রতিনিধিত্ব আইনের ২৩(৬) ধারায় বলা হয়েছে, আধার নম্বর না দেওয়ার জন্য কোনও ব্যক্তির ভোটার তালিকায় নাম তোলার আবেদন বাতিল করা যাবে না। আধার নম্বর দেওয়াটা ভোটারদের জন্য ঐচ্ছিক। দেশের সব নাগরিকের ভোটদানের অধিকার রয়েছে। আধার একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়।অপরদিকে, তৃণমূলের অভিযোগ, ভূতুড়ে ভোটার নিয়ে ওঠা অভিযোগ থেকে নজর ঘোরাতেই নির্বাচন কমিশনের আধার ও এপিক সংযোগের উদ্যোগ। পশ্চিম বাংলায় কীভাবে একই এপিক নম্বরে ভোটার তালিকায় অন্য রাজ্যের ভোটারের নাম ঢুকে গেল তার কোনও সদুত্তর দিতে পারছে না কমিশন।


    AKB TV News

    19.03.2025 

     


    3/related/default