নিজস্ব প্রতিনিধি:
ফের ককবরক
ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে মঙ্গলবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির
কাছে ডেপুটেশন দেয় টিআইএসএফ। এদিন সংগঠনের তরফে এক প্রতিনিধি দল গিয়ে পর্ষদের সভাপতির সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়।
এব্যাপারে সংগঠনের এক সদস্য বলেন, দীর্ঘ
দিন ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান হরফে ককবরক লেখার দাবি শিক্ষা দপ্তরে
জানানো হচ্ছে। তারপরও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে
পর্ষদ সভাপতির নিকটও ডেপুটেশন প্রদান করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সমস্যা
সমাধানের কোন উদ্যোগ গ্রহণ করে নি। তাই মঙ্গলবার আবারো পর্ষদ সভাপতির কাছে তাদের
দাবি সনদ তুলে দিয়েছেন তাঁরা। তাদের দাবি, অতিসত্বর ককবরক ভাষায় রোমান হরফে
ব্যবহার করা হোক।
AKB TV News
18.03.2025