নিজস্ব প্রতিনিধি:
সমাজ কল্যাণ ও সামাজিক শিক্ষা দফতরের উদ্যোগে মঙ্গলবার রাজধানীর প্রজ্ঞা ভবনে পশ্চিম
ত্রিপুরা জেলা ভিত্তিক এক সচেতনতা মূলক কর্মশালার আয়োজন করা হয়। এর আনুষ্ঠানিক
সূচনা করেন দফতরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার
সহ অন্যান্যরা। গাছে জল দিয়ে ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সহ
উপস্থিত অথিতিরা। অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সমাজ কল্যাণ
ও সামাজিক শিক্ষা দফতরের যে বেনিফিসারি স্কিম গুলি রয়েছে, এই স্কিম গুলো দফতরের
আধিকারিকরাও জানেন। তো আমরা চাইছি আমাদের ত্রি-স্তরিয় পঞ্চায়েতে যে সকল জন
প্রতিনিধিরা আছেন তাদের মধ্যেও এই স্কিম গুলি জানা দরকার। কারন সমাজ কল্যাণ ও
সামাজিক শিক্ষা দফতরটি এমন একটি দফতর যে জন্মের আগ থেকে মৃত্যু অব্ধি বিভিন্ন
স্কিম রয়েছে বলে তিনি জানান।
AKB TV News
11.03.2025