নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর আপনজন ক্লাব থেকে ভট্টপুকুর এলাকার বিভিন্ন সমস্যা দূরীকরণের জন্য মেয়র দীপক মজুমদার মঙ্গলবার ওই এলাকা পরিদর্শন করেন। এদিন মেয়র তথা বিধায়কের সঙ্গে ছিলেন মেয়র ইন কাউন্সিলর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। এদিন এলাকা পরিদর্শনের পাশাপাশি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সহ হাওড়া নদীর উপর সেতু এলাকার ভাঙ্গা রাস্তা গুলি মেরামত করার উদ্দেশ্যে এলাকা পরিদর্শন করেন।পরিদর্শন কালে মেয়র বলেন, আগরতলা পুর নিগমের ৩৩ নং ওয়ার্ডের অন্তর্গত ভট্টপুকুর কালি টিলা এলাকায় জলের যে সমস্যা ছিল, তা সমাধানের জন্য জলের উৎসের ব্যবস্থা করা হচ্ছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কাজ শেষ করা হবে। এরফলে এলাকার প্রায় ২০০ পরিবার এই জল ব্যবহার করতে পারবে। এরজন্য মেয়র সকলের সহযোগিতা কামনা করেছেন।
AKB TV News
18.03.2025