নিজস্ব প্রতিনিধি:
দীর্ঘ নয় মাস পর অবশেষে পৃথিবীতে ফিরছেন নাসা-র নভোশ্চর সুনীতা
উইলিয়ামস ও বুচ উইলমার। গত নয়’মাস ধরে কার্যত এই দিনটার জন্যই যেন অপেক্ষা করেছিলেন
সুনীতারা। নাসা সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ১০টার
কিছুটা পর আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটি থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছেন মাস্কের পাঠানো
সেই মহাকাশযান। আপাতত তাদের গন্তব্যস্থল পৃথিবী। নাসার একটি বিবৃতি অনুযায়ী,
মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিট নাগাদ ফ্লোরিডার
উপকূলে ‘আছাড়’ খেতে পারে সুনীতাদের মহাকাশযান। ভারতীয় সময় অনুযায়ী, তা প্রায় বুধবার
ভোর সাড়ে ৩টা। ইতিমধ্যে, মহাকাশচারীদের ফেরার ছবি সম্প্রচার করতে শুরু
করে দিয়েছে নাসা। তবে মঙ্গলবার বিকেলে তাদের নামার কথা হলেও, সুনীতাদের পৃথিবীতে অবতরণ
নিয়ে আতঙ্ক কাটেনি গবেষণা সংস্থার। কারণ, এই মহাকাশযানের অবতরণের ব্যাপারটা মোটেই খুব
সহজ নয়। সাধারণ বিমানের মত তা নামে না। পৃথিবীর অরবিটে প্রবেশের সময় যানের মধ্যে বিপুল
চাপ ও ঘর্ষণ তৈরি হয়। তাই ভয় একটা থেকেই যাচ্ছে। উল্লেখ্য, গত বছরের জুন মাসে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে
চেপে আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নাসা-র নভোশ্চর সুনীতা উইলিয়ামস
ও বুচ উইলমার। মোট আট দিনের জন্য সেই সফরে বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু যা আপাতত দীর্ঘায়িত
হতে হতে এসে ঠেকল নয়’মাসে। মূলত, নানা যান্ত্রিক
গোলযোগের কারণেই এতদিন ধরে মহাশূন্যে বন্দি থাকতে হয়েছে তাদের।
AKB TV News
18.03.2025