নিজস্ব প্রতিনিধি,
দেশ স্বাধীনতা অর্জন করার পর প্রায় ৮০ বছর হতে চলেছে।স্বাধীনতার পর এতটা বছর পেরিয়ে গেলেও এখনো সব যোগ্য প্রার্থীর জন্য সরকারি চাকরির বন্দোবস্ত করতে পারছে না সরকার। এই আক্ষেপ দেশের শীর্ষ আদালতের। বিহারের এক মামলায় শীর্ষ আদালত বলেছে, স্বাধীনতার এত বছর পরও সরকারি চাকরির অপ্রতুলতা দুর্ভাগ্যজনক।এনিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, “স্বাধীনতার পর প্রায় ৮০ বছরের কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা। অথচ এখনও যোগ্য প্রার্থীদের জন্য উপযুক্ত সংখ্যক সরকারি চাকরির ব্যবস্থা আমরা করতে পারিনি। খুব কম সরকারি চাকরির সুযোগ থাকার ফলে বহু যোগ্য প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হয়ে থাকেন।এরফলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তাদের।” এবিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ বলেছে, “যোগ্য প্রার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন একটি সরকারি চাকরি পাওয়ার আশায়। কিন্তু, পর্যাপ্ত চাকরির সুযোগের অভাবে বঞ্চিত হতে হচ্ছে তাঁরা।”
Akb tv news
06.04.2025