নিজস্ব প্রতিনিধি,
রবিবার ছিল মহানবমী। প্রথা মেনে রাজধানীর ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে মহা নবমী অনুষ্ঠিত হয়। আশ্বিন মাসে দুর্গাপূজার জাঁকজমক থাকলেও চৈত্র মাসের এই পূজা পরিচিত বাসন্তী পূজা নামে। মূলত প্রাচীন কালের রীতি মেনে এই চৈত্র মাসেই দুর্গাপূজার সূচনা হয়েছিল বলে মনে করেন অনেক পণ্ডিত।রাজধানীর দুর্গা বাড়িতে প্রতি বছরের মত এবারও ধর্মীয় ভাবে অনুষ্ঠিত হয় বাসন্তী পূজা। নবমীর দিন ভোর থেকেই পূজার্চনা শুরু হয় এবং দিনভর চলে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান। এদিন বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। সোমবার বিজয়া দশমী l আসছে বছর আবার হবে l
Akb tv news
06.04.2025