আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নয়া প্রধান বিচারপতি পেল দেশ ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    ফের একবার নতুন বিচারপতি পেল দেশ l ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গবাই l রাষ্ট্রপতি সংবিধান দ্বারা প্রদত্ত ক্ষমতাবলে বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গবাই-কে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন। কেন্দ্রীয় ন্যায় ও বিচার মন্ত্রকের তরফ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিচারপতি গবাই আগামী ১৪ই মে ভারতের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করবেন।১৯৬০ সালের ২৪শে নভেম্বর মহারাষ্ট্রের আমরাবতীতে জন্মগ্রহণ করেন ভূষণ রামকৃষ্ণ গবাই। ১৯৮৫ সালের ১৬ই মার্চ আইনজীবী হিসেবে তিনি নিজের পেশাগত জীবন শুরু করেন।


    Akb tv news 

    30.04.2025

    3/related/default