ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধ ll AKB TV News

আরশি কথা



নিজস্ব প্রতিনিধি,

ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হলেন ত্রিপুরা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধকে ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন হিসাবে তিন বছরের মেয়াদে নিযুক্তি দিয়েছেন।বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মানবাধিকার সুরক্ষা আইন, ১৯৯৩ এর ধারা ২২ এর উপ-ধারা (১) এর অধীনে রাজ্যপাল, ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ত্রিপুরা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধকে ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করা হয়েছে।


Akb tv news 

30.04.2025


3/related/default