নিজস্ব প্রতিনিধি,
শনিবার ছিল মহাঅষ্টমী। প্রথা মেনে রাজধানীর দুর্গাবাড়িতে মহাষ্টমী অনুষ্ঠিত হয়। এদিন সকাল
থেকে ভক্তদের সমাগম ছিল লক্ষণীয়। হিন্দু ও বাঙ্গালীদের অন্যতম প্রধান উৎসব
দুর্গাপূজা। আশ্বিন মাসে জাঁকজমকপূর্ণ ভাবে দুর্গাপূজা হলেও কালের পূজা হল চৈত্র
মাসে। চৈত্র মাসের এই পূজা বাসন্তী পূজা নামে পরিচিত। অন্যান্য বছরের মতো এবছরও রাজধানী
দুর্গা বাড়িতে বেশ ঘটা করে ধর্মীয় রীতি
নীতি মেনে বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এদিন মহা অষ্ঠমী তিথিতে দুর্গাবাড়ি
মন্ডপে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়। দুর্গা বাড়ির পুরোহিত জানান, প্রথা
মেনে দূর্গাবাড়িতে মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা শেষে ভক্তরা দেবীর চরণে
অঞ্জলি প্রদান করেন। এদিন মায়ের উদ্দেশ্যে বলিও দেওয়া হয় বলে তিনি জানান।
Akb tv news
05.04.2025