নিজস্ব প্রতিনিধি,
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেন সোনায় সোহাগা।
বিশ্বব্যাপী সোনার দাম লাফিয়ে বৃদ্ধির সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের ভাণ্ডারে মজুত থাকা সোনার মূল্যও বেড়েছে লাফিয়ে
লাফিয়ে। গত শুক্রবার আরবিআই-এর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ১১ই এপ্রিল শেষ হওয়া
সপ্তাহের হিসাব অনুসারে গত এক বছরে মজুত সোনার মূল্য তিনগুণ বেড়েছে।সর্বশেষ তথ্য অনুসারে, ১১ই এপ্রিল শেষ হওয়া সপ্তাহে আরবিআইয়ের সোনার
মজুতের মূল্য ১১,৯৮৬ কোটি টাকা বৃদ্ধি পেয়ে মোট মূল্য ৬,৮৮,৪৯৬ কোটি টাকা হয়েছে। সাম্প্রতিক কালে ব্যাঙ্কগুলি সোনা
ক্রয় বৃদ্ধি করার ফলেই এই প্রতিফলন ঘটেছে। যে সময় ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং ভূ-রাজনৈতিক
অনিশ্চয়তার মধ্যে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সোনা ক্রয় বাড়িয়ে দিচ্ছে, তখনই আরবিআই-এর
এই তথ্য সামনে এল। অস্থির সময়ে সোনাকে ব্যাপকভাবে একটি নিরাপদ লগ্নি হিসাবে দেখা হয়।
Akb tv news
20.04.2025