বোমাতঙ্ক কেরলের মুখ্যমন্ত্রীর দপ্তরে ।। AKB TV News

আরশি কথা


 

নিজস্ব প্রতিনিধি,

বিমান বন্দরের পর এবার বোমাতঙ্ক কেরলের মুখ্যমন্ত্রীর দপ্তরে। এক বা দু’বার নয়, পর পর  তিনদিন বোমাতঙ্ক ছড়িয়েছে কেরলের তিরুবনন্তপুরমে। সেই তালিকায় এবার যোগ হল কেরলের  মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দপ্তরও। সোমবার সকালে আচমকাই বোমাতঙ্ক ছড়ায় সেখানে।জানা  গেছে গত শনিবার তিরুঅনন্তপুরমের একাধিক হোটেল বোমা রাখা আছে বলে ইমেল আসে। পরের দিন অর্থাৎ রবিবার তিরুবনন্তপুরম বিমান বন্দরে বোমাতঙ্ক ছড়ায়। এরপর সোমবার সকালে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দপ্তর এবং তাঁর সরকারি বাসভবনে বোমা রাখা আছে বলে হুমকি ফোন আসে। এদিকে, মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, ফোন পাওয়ার পরই বম্ব স্কোয়াড পুরো এলাকা ঘিরে তল্লাশি শুরু করে। ডগ স্কোয়াডকেও কাজে লাগানো হয়েছে।এখনও পর্যন্ত কোনও কিছুই পাওয়া যায়নি বলে জানা গেছে।  



Akb tv news 

28.04.2025

 

3/related/default