নিজস্ব প্রতিনিধি,
এক বা দুই নয়, প্রায় ২৭ বছর পর ইউরোপের দুই দেশ সফরে যাবেন ভারতের কোন রাষ্ট্রপতি। চারদিনের সফরসূচিতে দু’দিন করে পর্তুগাল ও স্লোভাকিয়া যাওয়ার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। আগামী ৭ ও ৮ এপ্রিল পর্তুগাল থাকবেন দ্রৌপদী মুর্মু। পরবর্তী দু’দিন তিনি যাবেন স্লোভাকিয়ায়। ২৯ বছর পর সে দেশে পা রাখবেন ভারতের কোন রাষ্ট্রপতি।রাষ্ট্রপতির এই সফর ভারতের সঙ্গে ইউরোপের বন্ধন আরও দৃঢ় করবে বলেই আশা ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত উল্লেখ্য , সপ্তাহ খানেক আগে ভারতে ঘুরে গিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরুসুলা ভন ডার লিয়েন। সেখানেই আভাস পাওয়া গিয়েছিল, এ বছরের শেষদিকে ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে। আগামী সপ্তাহে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পর্তুগাল সফর তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এবিষয়ে বিদেশ মন্ত্রকের অন্যতম সচিব তন্ময় লাল জানিয়েছেন, ”দু’দেশের এই সফর ল্যান্ডমার্ক হতে চলেছে।” নয়াদিল্লি-লিসবনের সম্পর্ক এবার ৫০ বছরে পা রাখবে। এরফলে সময়ের সাপেক্ষে এই সফর গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বলে তিনি জানান।
Akb tv news
05.04.2025