নিজস্ব প্রতিনিধি,
রাত
পোহালেই রাজ্যের উপজাতি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব গড়িয়া পূজা। রাজ্যের
বিভিন্ন প্রান্তে গড়িয়া পূজা কেন্দ্র করে প্রস্তুতি চলছে এখন জোরকদমে। প্রতি বছরের
মত এবছরও রাজধানীর অভয়নগর ব্রিজের নিচে
নেতাজি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হবে বিশেষ পূজার্চনা ও মেলা।
তবে কাটাখালে চলমান উন্নয়নমূলক কাজের কারণে এবছর মেলার পরিসর কিছুটা ছোট করা হয়েছে
বলে জানিয়েছেন উদ্যোক্তারা। গড়িয়া পূজা উপলক্ষে রাজ্যের উপজাতি অংশের মানুষ ঐতিহ্য
মেনে বাবা গড়িয়ার আরাধনায় মেতে উঠবেন। উপজাতি সম্প্রদায়ের লোকজনের বিশ্বাস, গড়িয়া
দেবতার আশীর্বাদে ফসল ভাল হয় ও পরিবারে সুখ-সমৃদ্ধি আসে।
Akb tv news
20.04.2025