আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভূমিধস ও হড়পা বান জম্মু ও কাশ্মীরে।। দুই শিশু সহ তিন জনের মৃত্যু।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    গত দু’দিন ধরে জম্মু ও কাশ্মীরের বহু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছিল। এই  পরিস্থিতিতে নদীর জলস্তর ব্যাপক ভাবে বেড়ে যায়। হড়পাবানে ভেসে যায় চন্দ্রভাগা নদী সংলগ্ন ধর্মকুন্ড গ্রাম।তাতে সম্পূর্ণরূপে ভেঙে পড়ে ১০টি বাড়ি। আরও ২৫ থেকে ৩০টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে ধর্মকুন্ড থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন। এলাকা থেকে কমপক্ষে ১০০ জন মানুষকে উদ্ধার করা হয়। রবিবার রামবন জেলার পুলিশ সুপার কুলবীর সিং জনান, প্রবল বৃষ্টির জেরে বাগনা গ্রামে বাড়ি ভেঙে দুই শিশু সহ ৩ জনের মৃত্যু হয়েছে। দুটি হোটেল, বহু দোকান ও অসংখ্য বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার বাসিন্দাদের ওই অঞ্চল থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে দুঃখ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি জানিয়েছেন, প্রশাসন গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে। উদ্ধারকাজ চলছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের পুনর্বাসন নিয়ে রবিবারই বৈঠক করা হবে। স্থানীয় মানুষকে সতর্ক করে জানানো হয়েছে, নিতান্ত  প্রয়োজন ছাড়া তাঁরা যেন ধসপ্রবণ অঞ্চলে না যান। অপরদিকে, বৃষ্টির জেরে বহু জায়গায় ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে জাতীয় সড়ক। এরফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। শতাধিক মানুষকে উদ্ধার করা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর।


    Akb tv news 

    20.04.2025

    3/related/default