আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করার দায়ে গ্রেফতার তিন বাংলাদেশী নাগরিক।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    রাজ্যে অব্যাহত অনুপ্রবেশ। এখনো সীমান্ত ডিঙিয়ে অবৈধ ভাবে রাজ্যে অবাধে প্রবেশ করছে ওপারের  বাসিন্দারা। এই চিত্র ফের সামনে আসল। শনিবার  ৩ জন  বাংলাদেশী নাগরিক, এর মধ্যে একজন  যুবতী ও  যুবক দুই জন, এদেরকে  আটক করা  হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। অভিযোগ তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং  ট্রেনে করে বহিঃরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জি  আর পি এস, আগরতলা আর পি এফ, বি এস এফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করে। প্রাথমিক জিজ্ঞাসায় মেয়েটি  বলে কলকাতা  হয়ে বেঙ্গালুরু যাবে এবং ছেলেরা জানায় তারা কলকাতা হয়ে চেন্নাই যাবে।  আগরতলা জিআরপি থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই মামলার সঙ্গে আর কে কে যুক্ত আছে এ ব্যাপারে জানার চেষ্টা করা হচ্ছে । আরো তথ্য তাদের কাছ থেকে বেরিয়ে আসবে বলে মনে করছে তদন্তকারী পুলিশ আধিকারিকরা। যাদের আটক করা হয়েছে এরা হল কাম্রুন্নেসা , বাড়ি ঢাকা জেলার অন্তর্গত, আর বাকি দুজনের নাম হল মহঃ ইসমাইল হুসেন, এবং মহঃ নুর হুসেন। তারা দুজনই চট্টগ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন আগরতলা জি আর পি থানার পুলিশ আধিকারিক তাপস দাস। তিনি আরও জানিয়েছেন এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং রবিবার  তাদেরকে  আদালতে সোপর্দ করা হয়। 


    Akb tv news 

    20.04.2025

    3/related/default