Type Here to Get Search Results !

ওয়াকফ আইনের বিরোধীতা নিয়ে উদ্বেগ সুপ্রিম কোর্টের।। AKB TV News



নিজস্ব প্রতিনিধি,

নয়া ওয়াকফ আইনের বিরোধিতার জল গড়িয়েছে এবার সুপ্রিম কোর্টেও। এনিয়ে চলছে শুনানি। যুক্তি, পালটা যুক্তির মাঝেই বড়সড় উদ্বেগের কথা শোনা গেল খোদ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার গলায়। মূলত ‘ওয়াকফ বাই ইউজার’ বা ‘ভোগ-দখলে ওয়াকফ’ সম্পত্তি নিয়ে সত্যিই যে শঙ্কার জায়গা রয়েছে তা মেন নিল আদালত। এদিন ওয়াকফ আইনের বিরোধিতায় মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভির একাধিক যুক্তি খণ্ডন করে  প্রধান বিচারপতির বেঞ্চ। এজলাসে মামলাকারীদের কৌশলী অভিষেক মনু সিংভি বলেন, নতুন আইনে ‘ওয়াকফ বাই ইউজার’ বিলুপ্ত করা হয়েছে। এর ফলে বহু সম্পত্তি বেদখল হয়ে যেতে পারে। তাঁকে মাঝপথেই থামিয়ে দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “যদিও আপনার বক্তব্য মাঝপথে থামাতে চাই না, কিন্তু বিষয়টি নিয়ে যে উদ্বেগ রয়েছে তা সত্যি।   

 

Akb tv news 

16.04.2025

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.