নিজস্ব প্রতিনিধি,
বিহারে তাণ্ডব চালাল ঝড়। ঘন ঘন বজ্রপাতে গত ৪৮ ঘণ্টায়
বিহারের একাধিক জেলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯ জনের। এছাড়াও ঝড়ের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী
নীতীশ কুমার মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। বজ্রপাতের পাশাপাশি তীব্র বেগে বাতাস এবং শিলাবৃষ্টির
কারণে ফসলের ক্ষতি হয়েছে। বিহারের বেগুসরাই
ও দ্বারভাঙ্গা জেলায় ৫ জন করে মোট ১০ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। মধুবনীতে ৩ জনের
মৃত্যু হয়েছে। সাহারসায় ২ জন এবং সমস্তিপুরে ২ জনের প্রাণ গিয়েছে। একজন করে মৃত্যু
হয়েছে লাখিসরাই ও গয়াতে।
Akb tv news
10.04.2025