নিজস্ব প্রতিনিধি,
দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার করা হল উদয়পুর মহকুমার মহারানীর বাসিন্দা সামিদ মিয়া নামে এক ব্যক্তিকে। সোমবার ভোরে তাকে মেলাঘর তেলকাজলা থেকে গ্রেফতার করে পুলিশ। গত সপ্তাহে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদীদের বর্বরোচিত আক্রমণে ২৬ জন পর্যটক নিহত হয়। এই ঘটনার আবহে দেশজুড়ে যখন শোকের পরিবেশ বিরাজ করছে তখন একাংশ লোকজন সোশ্যাল মিডিয়াতে দেশবিরোধী কার্যকলাপ চালিয়ে যাওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা। রাজ্যের উদয়পুর মহকুমায় গত কয়েকদিন ধরে এরকম ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে। গত দু’দিন আগে উদয়পুর মহকুমার মহারানী এলাকার বাসিন্দা বারিক মিয়ার ছেলে সামিদ মিয়া দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় উদয়পুর হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধিরা থানায় মামলা করে তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবী জানায়। এরপরই পুলিশ তাকে জালে তোলার জন্য মাঠে নেমে পড়ে। অবশেষে সোমবার ভোর রাতে অভিযুক্তকে আটক করে পুলিশ। এব্যাপারে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে জানান, রবিবার রাত থেকে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ও রাধা কিশোর পুর থানার ওসি আসামিকে জালে তোলার জন্য মেলাঘর থানা অন্তর্গত তেলকাচরা এলাকার উৎপেতে থাকে। অবশেষে সোমবার ভোরে তাকে পুলিশ জালে তুলতে সক্ষম হয় বলে তিনি জানান। বর্তমানে ধৃত ব্যক্তি রাধা কিশোর পুর থানায় আনা হয়েছে।পুলিশ তদন্ত করে দেখছে কি ।কারনে সে সোশাল মিডিয়াতে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন।
Akb tv news
28.04.2025