নিজস্ব প্রতিনিধি,
এবার বদল করা হল এনসিআরটি সিলেবাস। সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে
বেশ কিছু পাঠ্যক্রম। এর পাশাপাশি সপ্তম শ্রেণীর বই থেকে বাদ পড়ল মুঘল ও দিল্লি
সুলতানির অধ্যায়। তার বদলে যোগ করা হল ভারতীয় ইতিহাস, ভৌগলিক পরিসংখ্যান এবং
মহাকুম্ভ। ভারতীয় হিন্দু ইতিহাসের উপর বেশি জোড় দেওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি
এবার থেকে এনসিআরটি পাঠ্যক্রমে তুলে ধরা হবে সরকারের নানান উন্নয়নমূলক কাজও। এর
সঙ্গে থাকবে বেটি বাঁচাও, বেটি পাড়াওয়ের মত প্রকল্পগুলি। এবার থেকে এনসিআরটির সিলেবাসে তুলে ধরা হবে ভারতীয় ঐতিহ্য, দর্শণ, জ্ঞান,
ব্যবস্থা এবং স্থানীয় কাজকে। এদিকে, উর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে,
প্রথম ধাপে বদলানো হল সিলেবাস। আবার ৬ মাস পর দ্বিতীয় ধাপে বদলানো হবে সিলেবাস।
Akb tv news
28.04.2025