নিজস্ব প্রতিনিধি,
১২ই মে আন্তর্জাতিক সেবিকা দিবস। প্রতি বছরের মত এবছরও নানা অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়। এদিন রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনের ১নং হলে হয় মূল অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা,সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় ও স্বাস্থ্য দফতরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন,১২ই মে ফোরেন্স নাইটিংঙ্গেলের জন্মদিন। উনার জন্মদিনেই আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হয়। ১৮২০ সালে তিনি আজকের দিনে জন্ম গ্রহন করেছিলেন। আমরা সবাই উনাকে ‘lady with lamp’ হিসেবে জানি। আমরা ইতিহাস যদি দেখি কিভাবে আহতদের সেবার জন্য তিনি যেভাবে কাজ করেছেন উনার অবদান আজও সবাই স্মরন করে বলে তিনি জানান।
Akb tv news
12.05.2025