নিজস্ব প্রতিনিধি,
রবিবার হায়দরাবাদের চারমিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকান্ডে এখন পর্যন্ত শিশু সহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হন আরও বেশ কয়েকজন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকলের ১১টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ছয়’টা নাগাদ চারমিনারের সামনে গুলজার হাউসে আগুন লাগে। প্রথমে একতলায় আগুন লাগে। দ্রুত সেই আগুন বিল্ডিংয়ের অন্য জায়গাতেও ছড়িয়ে পরে। ওই বিল্ডিংয়ের নিচের তলায় বেশ কয়েকটি দোকান রয়েছে। বাকি বিল্ডিংটিতে বেশ কয়েকটি পরিবারের বসবাস। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আগুন লাগার ঘটনা নিয়ে দমকল মন্ত্রী পুন্নম প্রভাকরের সঙ্গে কথা বলেন। আহতদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে, প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।
Akb tv news
18.05.2025