নিজস্ব প্রতিনিধি,
বৃদ্ধা মায়েদের জন্য রাজ্যের প্রত্যেক জেলায় সরকারের হোমের পরিকল্পনা রয়েছে। রবিবার আগরতলার বড়জলা আপনাঘর বৃদ্ধাশ্রমে অবলম্বন এর ৩৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন কার্যক্রমে উপস্থিত থেকে এ কথা জানালেন মেয়র দীপক মজুমদার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিন মেয়র তার বক্তব্যে উল্লেখ করেন যে এই হোমে দেখা যায় সততা স্বচ্ছতা নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে মায়েদেরকে লালন পালন চিকিৎসা সব কিছু পরিষেবা দায়িত্ব নিয়ে করা হচ্ছে। এই হোমে, সরকারী হোম বাদ দিয়েও বিভিন্ন কেন্দ্রীয় প্রতিনিধিরা আসেন। তবে এদিন তিনি অত্যন্ত দুঃখের সাথে বলেন মায়েদের এই ভাবে হোমে দেখে সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি ফুটে উঠে। তবে আজ থেকে ৩৬ বছর আগে মাত্র পাঁচজন মায়েদের আবাসিক হিসেবে নিয়ে এই হোম তার যাত্রা শুরু করলেও বর্তমানে মায়েদের আবেদনের ভিত্তিতে এখানে আজ অনেক মায়েদের দেখা যায় যাদের বেশির ভাগই তাদের পরিবারে হয়ত নির্যাতনের শিকার হয়ে নিজেকে এর থেকে দূরে নিয়ে এসেছেন একটু শান্তির আশ্রয়ের জন্য। জানালেন এই ধরনের হোম সরকারী ভাবে প্রত্যেকটি জেলায় করার চিন্তা ভাবনা আছে সরকারের।
Akb tv news
18.05.2025