নিজস্ব প্রতিনিধি,
রাজধানীর কুঞ্জবন এলাকায় রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে Civil Service Officers’ Institute’র শিলান্যাস করা ঝয়। শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য পূর্ত দফতরের সচিব কিরন গিত্তে ও রাজ্যের মুখ্য সচিব সহ সরকারের উচ্চ পদস্থ আধিকারিকরা। এদিন এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। শিবিরটি ঘুরে দেখেন ও রক্তদাতাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, মহিলারা যেমন পুরুষ অফিসারদের অনুপ্রেরণা যোগায়। আবার ঠিক উল্টোটাও হয়। এখানে শুধু উনাদের কথা বললে চলবে না। একজন আরেক জনের জন্যই শুধু সামনের দিকে এগিয়ে যায়। সেদিনও আমি অবাক হয়ে গেলাম ৩০ জন টি সি এস অফিসার যাদের সমার্পন দিবস ছিল, সেখানেও ১০ জনই মহিলা অফিসার। তাদের ব্যাক গ্রাউন্ড দেখে আমি অবাক হয়ে গেলাম যে ৩০ জনের মধ্যে ২৭ জনের মত ইঞ্জিনিয়ার। কেউ বি-টেক , আবার কেউ এম-টেক। তাই ত্রিপুরাতে ট্যালেন্টের অভাব নেই বলে তিনি জানান।
Akb tv news
18.05.2025

