আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনে উত্তর-পূর্বাঞ্চল জুড়ে রয়েছে ।। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    আগাম ঘোষণা অনুসারে শনিবার বামুটিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং ও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে উদ্ধোধন হল গোমতী ডাইরির ইউনিট-টু’র। ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, মন্ত্রী সুধাংশু দাস ও গোমতী ডাইরির চেয়ারম্যান রতন ঘোষ সহ আরও অনেকে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, এই প্রকল্পে যদি আমরা টিম ওয়ার্ক ভাবে কাজ না করি তাহলে প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। আজ বামুটিয়ায় যে প্রকল্পটি চালু হয়েছে তার মাধ্যমে গ্রামীণ প্রানি পালকরা আর্থিক দিক দিয়ে যেমন উন্নত হবে তেমনি চাহিদাও বাড়বে। পাশাপাশি দুগ্ধ জাতীয় বিভিন্ন সামগ্রীর চাহিদা পূরণের যে স্বপ্ন , সেটাও বাস্তবায়িত হবে।এরসঙ্গে কর্ম সংস্থানেরও সুযোগ বাড়বে বলে তিনি জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং তাঁর ভাষণে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনেও উত্তর-পূর্বাঞ্চল জুড়ে রয়েছে। তিনি উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে নানা উন্নয়ন মুলক কাজ করে চলেছেন। সেদিক দিয়ে ত্রিপুরা সরকারও ভাল কাজ করছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী পরিশ্রমের সঙ্গে ত্রিপুরাকে বিকশিত করার চেষ্টা করছেন। এর পাশাপাশি দুধ উৎপাদন ও মাছ উৎপাদনের মাধ্যমে কৃষকদের আমদানি যদি আরও বাড়ানো যায় তাহলে ত্রিপুরার আর্থিক স্থিতি আরও উন্নত হবে বলে তিনি জানান।


    Akb tv news 

    17.05.2025

     

    3/related/default