যেতে পারিনি এখনো যেতে পারিনি
সময় চলে যাচ্ছে,
ক্যালেন্ডারের পাতা বদলাচ্ছে।
যুগের নাম যাচ্ছে পালটে
আমি দাঁড়িয়ে আছি—
সেই কৃষ্ণচূড়ার নিচে,
যেখানে ছেড়ে গিয়েছিলে আমায়
আমার হাত ফসকে ছুটে যায় সবাই,
যেমন ছুটে গেলে তুমি।
- পঙ্কজ ভৌমিক
একাদশ শ্রেণি
ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
আরশিকথা সাহিত্য
২৪ মে, ২০২৫