নিজস্ব প্রতিনিধি,
রাজ্যে
শিক্ষার মানোন্নয়নে বদ্ধ পরিকর রাজ্য সরকার। আর এই লক্ষ্যেই সরকার কাজ করে চলেছে। সেই মোতাবেক ২০২৫-২৬
শিক্ষাবর্ষ থেকে রাজ্যের ধলাই জেলার আমবাসা ও গোমতী জেলার কাকরাবান ও করবুক-এ
তিনটি নতুন সরকারি ডিগ্রি কলেজ স্থাপন করবে রাজ্য সরকার। তাতে উচ্চশিক্ষায়
শিক্ষার্থীদের সুযোগ বাড়বে ও শিক্ষার মান উন্নত হবে। শনিবার সামাজিক মাধ্যমে
এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি সামাজিক মাধ্যমে লেখেন,
রাজ্যের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার
সুযোগকে আরও সম্প্রসারিত করার অংশ হিসেবে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান
২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ধলাই জেলার আমবাসা, গোমতি জেলার কাকড়াবন ও করবুকে তিনটি
নতুন সরকারি সাধারণ ডিগ্রি কলেজ স্থাপন করার। এতে সংশ্লিষ্ট এলাকার শিক্ষার্থীদের
একদিকে যেমন উচ্চশিক্ষার সুযোগ সহজতর হবে, তেমনি রাজ্যে গুনগত শিক্ষার প্রসারের
কাজকে আরও ত্বরান্বিত করবে বলে মুখ্যমন্ত্রী মনে করেন।
17.05.2025